দেবাশীষ পাল, মালদা, আপনজন: বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোটোছোটো ছেলেমেয়েদের পঠন-পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মানিকচক চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা বন্যাত্রাণ শিবিরে গিয়ে গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করছেন খুদে পড়ুয়াদের। সোমবার এমনটাই ছবি নজরে এল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের বন্যাত্রাণ শিবিরে। দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশকিছু ছোটোছোটো ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ের পাঠদান করছেন।
পাঠদানে যুক্ত এক শিক্ষক জানালেন, গত মাস দুয়েক ধরে বন্যার জলে ভাসছছে গোটা ভূতনী এলাকা। তাই সেই সমস্ত এলাকার অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন। স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
তাই শিবিরে থাকা পরিবারের ছেলেমেয়েদের পঠন-পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন। খুদে পড়ুয়াদের পাঠদান করছেন। শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct