রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ভাঙ্গনের আতঙ্কে ত্রস্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামের বাসিন্দারা। আবারও সামশেরগঞ্জের উত্তর চাচণ্ডগ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন। রবিবার রাত এগারোটা থেকে ভাঙ্গন শুরু হয়। স্থানীয় সূত্রে জানাযায় ইতিমধ্যেই ভাঙনের গর্ভে তলিয়ে যায় তিনটি বাড়ি, শৌচালয়, বহু গাছপালা, ফাঁকা জমি। এমনকি এখনো অনেক বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যে কোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে সে সব বাড়ি। এদিন আতঙ্কে ঘুম বন্ধ হয়ে যায় প্রায় দুই শতাধিক পরিবারের। বাড়ি ঘরের আসবাবপত্র রাতেই টানাটানির কাজ শুরু করেন এলাকাবাসী। গভীর রাত পর্যন্ত চলে ভয়ানক গঙ্গা ভাঙন। ভাঙনের গর্ভে একের পর এক বাড়িঘর তলিয়ে যেতেই কার্যত কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিকরা। ভাঙনের আতঙ্কে নদী পাড় থেকে বাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে।
এলাকাজুড়েও কার্যত কান্নার রোল পড়ে যায়। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে কার্যত অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অসুস্থ, বয়স্ক বৃদ্ধ, শিশুদের কার্যত হাহাকার সৃষ্টি হয়ে যায়। কোথায় যাবেন, কি করবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে বাড়ি ঘরের আসবাবপত্র ও বাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে। ভাঙন আতঙ্কের পর এলাকা ছাড়ছেন সাধারণ মানুষ। উত্তর চাঁচণ্ড গ্রামের মত ঘনবসতিপূর্ণ এলাকা ভাঙন ঘিরে গ্রামজুড়ে হাকার উদ্বেগের সৃষ্টি হয়। গঙ্গাভাঙেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের প্রশ্ন, এভাবে একের পর এক গঙ্গা ভাঙন হয়ে গেলেও কবে মিলবে তার সুরাহা। কবে বন্ধ হবে গঙ্গা ভাঙ্গন। কবে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এলাকাবাসী। বারংবার গঙ্গা ভাঙনের কবলে পড়া মানুষের অসহায়ত্বের চিত্র এবং লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct