নিজস্ব প্রতিবেদক, পাঁশকুড়া, আপনজন: রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় অসহায় হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ ৷ রাজ্য সরকারের পাশাপাশি দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বন্যা কবলিত দুর্গত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ‘পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ ।’
পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের রাজ্য সম্পাদক গোলাম ছাত্তার গাজী ও পূর্ব মেদিনীপুরের জেলার কনভেনার সানাউল্লাহ খানের নেতৃত্বে জলমগ্ন দুর্গত দুই শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেল, সয়াবিন, আলু, পেঁয়াজ, জল, শিশুদের জন্য ফ্রুটি, মুড়ি, বিস্কুট ইত্যাদি তুলে দেন সংগঠনের কর্মকর্তারা ৷
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আব্দুল সিদ্দিক সরদার, বিধান গাইন, কবি আব্দুল্ল্যা সাহাজী, রফিকুল ইসলাম, কবি ও সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, আব্দুল সিদ্দিক সরদার, শেখ সাবির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ৷ পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের রাজ্য সম্পাদক গোলাম ছাত্তার গাজী বলেন, ‘আমরা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রত্যন্ত গ্রামের জলবন্দি মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছেছিলাম । জলবন্দী গ্রামের মানুষগুলো যেমন খাওয়ার কষ্ট পাচ্ছেন ।
অন্যদিকে মাঠের ফসল প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে । মাছ চাষীদের জলাশয় গুলো বন্যার জলে ভেসে গেছে । শিশুদের বিভিন্ন রোগ দেখা যাচ্ছে । জমা জল বিষাক্ত হয়ে উঠেছে । এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত, আগামীতেও ওদের পাশে থাকার অঙ্গীকার করছি ৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct