সাবের আলি, ভরতপুর, আপনজন: আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা লক্লার্ক। ক্যানেল পাড়ের রাস্তায় তিন যুবক মহিলার পথ আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। যদিও একটি চারচাকার গাড়ির আলো রক্ষা করল মহিলাকে। গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি।
সন্ধ্যা সাতটা নাগাদের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিস তদন্তে নেমেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনযুবককে খুঁজছে পুলিস। পুলিস জানিয়েছে, তিন যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনমালিপুর গ্রামে। তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মহুরির কাজ করেন। মহিলা জানান, এদিন আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভরতপুর ব্লকমোড় স্টপেজে বাস থেকে নামি। এরপর সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা দিই।
কিন্তু রাস্তায় তিন যুবক আমার পথ আটকায়। ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধ্বস্তাধস্তি করতে থাকে। টর্চের আঘাত করা হয় আমার মাথায়। কানে চড় মারা হয়। এরপর আমার শ্লীলতাহানী করা হয়।
ওইসময় একটি চারচাকা গাড়ি আমাদের দিকে আসছিল। সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় তিন যুবক। এদিকে ঘটনার পর চারচাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মহিলা পুলিসে অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct