হাসান লস্কর, কুলতলি, আপনজন: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলি, এখানকার অধিকাংশ মানুষজন সুন্দরবনে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যান গভীর অরণ্যে। আর এর ফলে অনেকেই নদীর খাড়ি জঙ্গলে তে বাঘের আক্রমণে মৃত্যু ঘটেছে। কেউবা বাঘের আক্রমণে আহত হয়ে পঙ্গু অবস্থায় দিন যাপন করছেন। এই সমস্ত বাঘে আক্রমণে আহত ও নিহত পরিবারদের আর্থ-সামাজিক উন্নতি সাধনে ও পূজার প্রাক মুহুর্তে স্বজনহারাদের কাছে মাতৃ স্বরূপা রূপে আবির্ভূত হয়েছে খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা। কুলতলির দেউল বাড়ি দেবীপুর অঞ্চলের কাটামারিতে ১৮০ বাঘে আক্রমণ পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফোটালো তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct