আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে উড়ল সবুজ পতাকা,সমবায় সমিতির সবক’টিতেই জয়ী তৃণমূল।চাপড়া বিধানসভায় সবুজ ঝড়।চাপড়া বিধানসভার আলফা গ্রাম পঞ্চায়েতের ডোমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার সমবায়ের ভোট।মোট আসন ছিল নয় টি সব আসনে জয়লাভ করে তৃণমূলের জয়ী।সমবায় নির্বাচনে সব আসনেই জয় পেল তৃণমূল।চাপড়ায় নিঃসন্দেহে শাসকদলের বড় জয়। কারণ,গত লোকসভা ভোটে চাপড়া বিধানসভা থেকে ৫৬ হাজারে বেশি ভোটে এগিয়েছিল শাসক দল।তারপরও সমবায় নির্বাচনে সব আসনেই জয় পেলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।যদিও এই ফলকে কংগ্রেস সিপিআইএম জোট খুব একটা গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেস নেতা আসিফ খান বলেন, শাসক দল রিগিং করে জয়ী হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট করলে তারা জয়ী হতে পারত না।সেই কারণেই রিগিং করে তারা জয়ী হয়েছে।সমবায়ের ইতিহাসে এই প্রথম পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন হল।মোট ভোটার সংখ্যা ছিল ৪৭৫
তার মধ্যে ৪২১জনের ভোট পড়েছে।কৃষি ঋণ,স্বনির্ভর গোষ্ঠীর ঋণ দেওয়ার দেওয়ার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজাবর মন্ডল বলেন,’ বিরোধী দলের অস্তিত্ব নেই আলফা গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছভাবে নির্বাচন হয়েছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে।সবকটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয় যুক্ত হয়েছে।আগামী দিনে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়ে সমবায়ের সমৃদ্ধি ঘটাতে তৈরি হচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct