নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: ঠাকুর নামাতে গিয়ে নিশ্চিন্দার দুই ক্লাবের ঝামেলা, বচসা থেকে হাতাহাতির অভিযোগ। দূর্গাপুজো নিয়ে এলাকার দুই ক্লাবের বচসা ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার পূর্ব সাঁপুইপাড়ায়। স্থানীয় একটি ক্লাবের ঠাকুর নামানোর সময় পাশের ক্লাবের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, পাশাপাশি দুই ক্লাবের বিভিন্ন কারণে বচসা দীর্ঘদিনের। রবিবার রাতে ঠাকুর নামানোর সময় ফের গন্ডগোল শুরু হয়। হামলা এবং পাল্টা হামলার অভিযোগ ওঠে। রাস্তা অবরোধ হয়। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লেজ কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজ্যে যে দুর্নীতি এবং অনিয়ম চলছে, তা এখন আর চাপা রাখা যাচ্ছে না। আরজিকর কাণ্ড তার প্রকৃষ্ট উদাহরণ। তৃণমূলের ক্ষমতাসীন সরকার জনতার সাথে প্রতারণা করছে।”
এদিনের দ্বিতীয় পর্বে ডালখোলা শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলের মধ্য দিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়, যেখানে সুজন চক্রবর্তী বর্তমান সরকারের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct