আপনজন ডেস্ক: জার্মানির অন্যতম দৈনিক স্যুড ডয়চে সাইটুং রবিবার জানিয়েছে, ২০২৪ সালে টানা দ্বিতীয় বছরের মতো মন্দার আশঙ্কা করছে জার্মান সরকার। দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয় বুধবার পূর্বাভাস কমানোর ঘোষণা দেবে বলেও জানিয়েছে পত্রিকাটি।
২০২৪ সালে ০.৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করেছিল জার্মানি। তবে এর পরিবর্তে অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হবে বলে এখন মনে করছে সরকার।
বুধবার এই তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পত্রিকাটি।
রপ্তানি ও কারখানা আদেশ কমে যাওয়া এবং জ্বালানির উচ্চমূল্য এর কারণ বলে মনে করা হচ্ছে। জার্মানির পরিসংখ্যান অফিস ডেস্টাটিস সোমবার জানিয়েছে, আগস্ট মাসে ফ্যাক্টরি অর্ডার বা কারখানা আদেশ কমেছে ৫.৮ শতাংশ। তবে জার্মান সরকার ২০২৫ সালে ১.১ শতাংশ ও ২০২৬ সালে ১.৬ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে বলে জানিয়েছে পত্রিকাটি। সরকারের প্রস্তাব করা ‘প্রবৃদ্ধি উদ্যোগ’ কর্মসূচি এ ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে স্যুড ডয়চে সাইটুংকে জানিয়েছেন অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক। এসব কর্মসূচির মধ্যে আছে কর ছাড়, শিল্প খাতের জন্য জ্বালানি মূল্যে ছাড়, লাল ফিতার দৌরাত্ম্য কমানো, বয়স্ক ব্যক্তিদের কাজ চালিয়ে যেতে প্রণোদনা দেওয়া, বিদেশি কর্মী আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ইত্যাদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct