আপনজন ডেস্ক: ডেনমার্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে নতুন একটি বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। এই বিস্ফোরণটি কোপেনহেগেনে দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঘটেছে। এর পাঁচ দিন আগেই ওই ভবনের কাছে দুটি বিস্ফোরণ ঘটে, যার জন্য দুই সুইডিশ নাগরিককে আটক করা হয়েছে। কোপেনহেগেন পুলিশের পরিদর্শক ট্রাইন মোলার সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই তদন্ত করছি, এর আগে ইসরায়েলি দূতাবাসে ঘটে যাওয়া (আগের) ঘটনার সঙ্গে কোনো সংযোগ থাকতে পারে কি না।
এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ এ ছাড়া এই বিস্ফোরণ সম্ভবত গুলির কারণে হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ইসরায়েলি দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আবাসিক ভবনের সামনে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। এদিকে সুইডেনের গোয়েন্দা সংস্থা সাপো জানিয়েছে, ইরান ডেনমার্কে ২ অক্টোবরের বিস্ফোরণ এবং তার এক দিন আগে স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগে মে মাসে সাপো বলেছিল, ইরান সুইডিশ অপরাধী গ্যাং সদস্যদের নিয়োগ করছে, যাতে তারা ইসরায়েলি ও অন্যান্য স্বার্থের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে। তবে ইরান সে অভিযোগ অস্বীকার করেছে। ডেনমার্ক গত সপ্তাহে তিন সুইডিশ নাগরিককে বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছ। পরে ডেনমার্কের একটি আদালত বৃহস্পতিবার তাদের মধ্যে দুজনকে ২৭ দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন, যাদের বয়স ১৬ ও ১৯ বছর। আর অপরাধস্থলের কাছাকাছি থেকে আটক তৃতীয় সুইডিশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে বলে কোপেনহেগেন পুলিশ জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct