সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: বেহাল দশা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের বালিগাদা থেকে চন্দনেশ্বর যাওয়ার রাস্তা। রাস্তা টি বাসন্তী হাই ওয়ে ও সোনারপুর রোড কে যুক্ত করেছে। ৬ অক্টোবর ২০২৪ রবিবার দুপুরে বালিগাদা বাজারে গিয়ে “আপনজন” প্রতিনিধি দেখেন কার্যত জলের তলায় রাস্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বালিগাদা, নারায়ণপুর, বালিপুর, পদ্মপুকুর, ডালাপুকুর, শাকশহর, ঘুমড়ি, বকশহর প্রভৃতি গ্রামের হাজার হাজার মানুষ। এই রাস্তার ধারে রয়েছে নারায়ণপুর পুরাতন উচ্চ বিদ্যালয়। একদিকে রয়েছে বালিগাদা বাজার ও পাগলাহাট বাজার। অপরদিকে রয়েছে শাকশহর বাজার, বোদরা ও চন্দনেশ্বর বাজার। এই রাস্তা ধরে অনেকেই নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করেন। এই পথ ধরে যেতে হয় নারায়ণপুর ও শাকশহর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও ভাঙড় ১ নম্বর ব্লক কার্যালয়ে।
রাস্তাটি সম্পর্কে জানতে চাওয়া হলে “আপনজন” প্রতিনিধি কে মুঠোফোনে পদ্মপুকুর গ্রামের কবি আমিনুর ইসলাম জানান, ‘রাস্তাটির সংস্কার ও মেরামতির দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত ও ব্লক এমনকি সরাসরি সওকাত মোল্যাকেও এবিষয়ে অভিযোগ জানানো হয়েছে ৷ এই রাস্তায় নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। একটু বৃষ্টি হলে এক হাঁটু জল জমে যায়। প্রায় দূর্ঘটনা ঘটে, প্রচুর মানুষ আহত হচ্ছে ৷ আমি চাই রাস্তাটির কাজ দ্রুত শুরু হোক।’ “আপনজন” কে মুঠোফোনে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি দীননাথ গোল্দার বলেন, ‘নারায়ণপুর বালিগাদা থেকে চন্দনেশ্বর গামী প্রধানমন্ত্রী জাতীয় সড়কের দৈন্যদশা ও বেহাল পরিস্থিতির কারণে মাঝে মাঝে দূর্ঘটনা ঘটছে। বালিগাদা সংলগ্ন রাস্তায় এক হাঁটু জল ও খানাখন্দে ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের যাতায়াতের নিত্য সমস্যা হচ্ছে। পদ্মপুকুর গ্রামে ঢোকার মুখে বড় বড় গর্ত। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
“আপনজন”-এর পক্ষ থেকে ফোন করা হলে ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ শাহাজান মোল্লা জানান, দূর্গোৎসবের পরে রাস্তার কাজ টি শুরু হবে। সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct