আপনজন ডেস্ক: দিল্লির সদর বাজারের শাহি ঈদগাহ পার্কে স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী বাঈয়ের মূর্তি বসায় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। ঈদগাহ ময়দানে মূর্তি বসানোর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয় শাহী ঈদগাহ কমিটি। প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ স্বাধীনতা সংগ্রামীর মূর্তি স্থাপনে সম্মতি দিয়ে জানায়, ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি স্থাপনে বাধা দেওয়া যাবে না। ডিডিএ এবং এমসিডি-র আইনজীবী জানান, ডিডিএ-র মালিকানাধীন ঈদগাহ পার্কের এক কোণে মহারানি লক্ষ্মী বাঈয়ের মূর্তি বসানো হয়েছে। ফলে প্রার্থনা করার অধিকার কোনওভাবেই বিপন্ন হবে না। শাহী ইদগাহকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করে বলে, ১৯৭০ সালে প্রকাশিত একটি গেজেট নোটিফিকেশনে শাহী ঈদগাহ পার্ক মুঘল আমলে নির্মিত একটি প্রাচীন সম্পত্তি। একসঙ্গে ৫০ হাজার নামাজি নামাজ পড়ে। তাই মূর্তি বসানো উচিত নয়। কিন্তু দিল্লি হাইকোর্টের বেঞ্চ সেই দাবি খারিজ করে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct