আপনজন ডেস্ক: ২০২৫ সালে ভারত েথকে সৌদি আরবে হজ করতে যাওয়ার জন্য যাদের আবেদন মঞ্জুর হয়েছে তাদের এবার নির্দিষ্ট ফি জমা দেওয়ার নির্দেশিকা চালু করল হজ কমিটি অফ ইন্ডিয়া। হজ কমিটি অফ ইন্ডিয়ার সিইইও লিয়াকত আলি আফাকি সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, ২০২৫ হজে যাওয়ার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের আপাতত ১লক্ষ ৩০ হাজার টাকা জমা দিতে হবে। এর মধ্যে প্রসেসিং ফি হিসেবে অফেরতযোগ্য ৩০০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ২ হাজার টাকা ধরা হয়েছে। হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে কিংবা ‘হজ সুবিধা’ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআই মারফত টাকা জমা দেওয়া যাবে। এছাড়া, এসবিআই ও ইউবিআইযে নির্দিষ্ট পে স্লিপের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ ২১ অক্টোবর, ২০২৪।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct