নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন (আইটা) পশ্চিম বঙ্গ শাখার পরিচালনায় সারা রাজ্যের সাথে সাথেই মালদহ জেলার হরিশ্চন্দ্র পুর ২ নং ব্লকের অন্তর্গত মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসায় ( উঃ মা) অনুষ্ঠিত হয় আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা -২০২৪ ( আইটিএস এক্সামিনেশন ‘২৪ ) । মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা ( উঃ মা) সেন্টারে এইচ আর ট্যালেন্ট কেয়ার ইনষ্টিটিউট,আলামিয়া মিশন , ড্রিম চিলড্রেন ইনষ্টিটিউট,ডাহুয়া আল ফালাহ আবাসিক মিশন,কাওয়ামারি আল ইকরা একাডেমী, মতিলাল এম পয়েন্ট একাডেমী,সালেহা শিক্ষা নিকেতন,তালশুর আল নূর মিশন, ডাহুয়া শিশু শিক্ষা নিকেতন, জগন্নাথপুর পিস একাডেমী সহ অন্যান্য সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৫০ জন পরীক্ষার্থী আইটিএস পরীক্ষায় অংশ গ্ৰহণ করে। এই পরীক্ষায় মূলত তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা অংশ গ্ৰহন করে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন আইটার মালদহ জেলা শাখার সহ সম্পাদক মোহাঃ হুমায়ূন, সাহিত্যিক এম ওয়াহেদুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct