এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভার আড়াই লক্ষ মানুষের হাতে দলের নেতা- কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পুজোর উপহার পৌঁছে দিচ্ছেন ৷ কার্যত সেই পথই অনুসরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক ও তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী জেলার বিভিন্ন এলাকায় শিবির করে এলাকায় দরিদ্র এবং বন্যাপীড়িত কয়েক হাজার মানুষের হাতে ত্রাণ এবং উৎসবের উপহার পৌঁছে দিলেন। রবিবার শারদ উৎসবের আবহে বাগদা, বনগাঁ, গাইঘাটার পাঁচপোতা, সন্দেশখালীর ন্যাজাট, হিঙ্গলগঞ্জ প্রভৃতি স্থানে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত ওই কর্মসূচি থেকে নতুন বস্ত্র, এবং জলমগ্ন এলাকার দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা ৷ বৃষ্টিকে উপেক্ষা করে এ দিন সকালে বাগদার হেলেঞ্চায় প্রথম এই শিবিরের আয়োজন করা হয়।
হেলেঞ্চার পর একইভাবে বনগাঁ, গাইঘাটা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকার দরিদ্র এবং বন্যাদূর্গত মানুষদের হাতে ত্রাণ এবং উপহার সামগ্রী তুলে দেন তৃণমূল নেতৃত্বরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎসবে যাতে সকলে ভালো থাকেন আনন্দে থাকেন সেই লক্ষ্যেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমনই উদ্যোগ বলে জানান সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷ সাধারণ মানুষের পাশাপাশি দরিদ্র এবং বন্যাদুর্গত মানুষেরা পুজোর আগে নতুন বস্ত্র এবং ত্রাণ সামগ্রী পেয়ে দুহাত ভরে আশীর্বাদের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন নারায়ণ গোস্বামীকে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct