নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: শিক্ষাদান প্রদানের পাশাপাশি স্বাস্থ্যসেবাতেও বিশেষ খ্যাতি অর্জন করছে মালদার কালিয়াচক। শিক্ষার মান উন্নয়নে এই কালিয়াচক বিগত কয়েকবছর থেকে শুধু রাজ্য নয় গোটা ভারতবর্ষ ও বিশ্বের দরবারেও সুনাম অর্জন করেছে। এখানে অসংখ্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইপিএস, গবেষক ছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষায় রাজ্যস্তরে সর্বোচ্চ স্থানে অধিকার লাভ করে। এদিন রবিবার মালদার কালিয়াচকের জালালপুরের জাতীয় সড়কের ধারে সাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে লাব্বাইক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এদিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন অতিরিক্ত মুখ্য মেডিকেল আধিকারিক বি.আর. সিং হাসপাতাল ও প্রাক্তন চেয়ারম্যান মালদা জেলা স্বাস্থ্য নিয়োগ সমিতির বিশিষ্ট চিকিৎসক ডা: মোয়াজ্জেম হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি আবু তালেব মুহাম্মদ রাফিকুল হোসেন, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাকিলুর রাহমান, গান্ধী আশ্রমের সম্পাদক বিনোদ সিং, লাব্বাইক নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর আব্দুল কাইউম ও আব্দুল লাহিল মামুন প্রমুখ। লাব্বাইক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর আব্দুল কাইউম জানান, আজকে মূলত আমাদের জালালপুর অঞ্চলের ও এবং সমগ্র আপামর জালালপুরবাসীর বহুদিনের একটা স্বপ্ন ছিল যে, এই এলাকায় বেসরকারি স্বাস্থ্যসেবা দেওয়ার কোন নার্সিংহোম ছিল না। সেটা স্বপ্ন পূরণ হল এবং আজকে লাব্বাইক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হলো। এই লাব্বাইক নার্সিংহোম একটাই বার্তা দেয় জালালপুর সহ সুজাপুর ও পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষের পর্যাপ্ত পরিষেবা দেওয়া। আমাদের এখানে সুচিকিৎসা ও মানবিকতার সাথে যে চিকিৎসা দরকার সেই পরিষেবার সততাই আমাদের মূলধন। এছাড়াও আমাদের এখানে স্বল্প পরিমাণে সুচিকিৎসা এবং দরিদ্রদের জন্যে আর্থিক বিশেষ সুবিধা প্রদান দেওয়া হবে। এবং লাব্বাইক অর্থাৎ আমরা উপস্থিত আছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য, এই অঙ্গীকার নিয়েই আমাদের প্রতিষ্ঠান গড়ে উঠল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct