এহসানুল হক, বসিরহাট, আপনজন: বার্ষিক সীরাতুন্নবী সা. পালন উপলক্ষে রবিবার বেলা ১১টায় বসিরহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত ময়নালী এলাকায় ফাতেমা তুজ জোহরা গার্লস মিশনে সিরাতুন নবী সেমিনার ও শিক্ষা সেমিনার এবং দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী জামিরুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মুফতি আবু বকর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা রাখেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও মিশনের প্রধান প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল্লাহ, ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান মুর্তজা হোসেন, ছিলেন শিক্ষক মাসুদুর রহমান, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা বাকি বিল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা বিভাগের বিশিষ্টজনেরা। স্বাগত বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি এমডি বশির উদ্দিন, রেহান আহমেদ কুরাইশী ছাড়াও একাধিক বিশিষ্টজনেরা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান নির্বাহী কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্বিরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি হয়। বক্তারা দিন বক্তব্য দিতে গিয়ে বলেন,বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামের কিছুই নেই। ইসলামী শিক্ষা ব্যতিত যতই শিক্ষা গ্রহন করা হোক না কেন, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যাবে না।
জাগতিক ও পরকালীন জীবনের জন্য কুরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। এজন্য কুরআনের বিশেষ বিশেষ আয়াত ও বিশেষ বিশেষ হাদিস গুলো পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। এদিন নবী সাল্লাল্লাহু সাল্লাম এর উপরে বিভিন্ন হাদিস এবং জীবনী আলোচনা করা হয়। মিশনের ছাত্র-ছাত্রীরা নবী সাল্লামের উপরে ইংলিশে বক্তব্য দেন। পরে আখেরি দুয়ার মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct