নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: রাজ্য সরকারের হস্তক্ষেপে দ্রুত কাটল অচলাবস্থা। উঠে গেল ‘জলসাথী’ ও ভূতল পরিবহন কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। আন্দোলনকারীদের বোনাসের দাবিও মিটল বলে দাবি করা হয়েছে। তবে, অন্যান্য দাবিদাওয়া নিয়ে পুজোর পরেই আলোচনার আশ্বাস মিলেছে। পুজোর আগেই সমস্যা মেটায় খুশি সকলেই। স্বস্তি ফিরল ফেরি যাত্রীদের। উল্লেখ্য, বেতন বৃদ্ধি, পুজোর পুরো বোনাস এবং স্থায়ীকরণের দাবিতে ‘জলসাথী’ ও ভেসেল কর্মীরা শনিবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করেন। এর জেরে বিপাকে পড়েছিলেন লঞ্চের যাত্রীরা। এখন অচলাবস্থা কাটায় স্বস্তি ফিরল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct