সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পুজোর আগে বকেয়া বেতন ও বোনাসের দাবীতে আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ভবনে বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থার অস্থায়ী কর্মীরা।
অস্থায়ী ভাবে কর্মরত ওয়ার্ড বয় থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা কর্মবিরতি শুরু করায় নতুন করে চিকিৎসা পরিসেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরী হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ওই ভবনে।
এখানের সুপার স্পেশালিটি ভবনে কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি সহ বিভিন্ন বিভাগের ইনডোর পরিসেবা ছাড়াও রয়েছে আউটডোর পরিসেবা। এই ভবনের ওয়ার্ড বয় থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও হাউস কিপিং কর্মী সরবরাহের দায়িত্বে রয়েছে একটি বেসরকারী ঠিকা সংস্থার। সেই সংস্থার অধীনে প্রায় ৯০ জন অস্থায়ী কর্মী হাসপাতালের ওই ভবনে কাজ করেন। এই কর্মীদের দাবী প্রায় দুমাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্বেও এখনো পর্যন্ত বরাত প্রাপ্ত বেসরকারি সংস্থা বোনাস দেয়নি। ফলে পুজোর মুখে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা।
বারেবারে বিষয়টি সংস্থার আধিকারিকদের জানানো হলেও কোনোরকম সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে নিজেদের কাজ বন্ধ রেখে সুপার স্পেশালিটি ভবনের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন ওই অস্থায়ী কর্মীরা। বকেয়া বেতন ও বোনাস হাতে না পাওয়া পর্যন্ত নিজেদের কর্মবিরতি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct