আপনজন ডেস্ক: পুরো মৌসুমের জন্য স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির ছিটকে পড়া ম্যানচেস্টার সিটিকে বড় ধাক্কা দেওয়ার পর দলের হাল ধরেছেন ক্রোয়েশিয়ার মাতেও কোভাচিচ। প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠছেন তিনি। শনিবার ফুলহ্যামের বিপক্ষে ম্যানসিটির ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন কোভাচিচ। জোড়া গোল উৎসর্গ করেন অনাগত সন্তান ‘লিটন ওয়ানকে’।
ম্যান সিটির মাঝমাঠে রদ্রি নেই, নেই কেভিন ডে ব্রুইনেও। গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়েন বেলজিয়ামের তারকা প্লেমেকার কেভিন ডে ব্রুইনে। এর চার দিনের মাথায় প্রিমিয়ার লীগে আর্সেনালের সঙ্গে ম্যাচে লিগামেন্টের চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে যান রদ্রি। দু’টি ম্যােিচই ড্র করে ম্যান সিটি। তাদের অনুপস্থিতিতে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন ক্রোয়েট মিডফিল্ডার কোভা।
শনিবার ফুলহ্যামের বিপক্ষে কোভাচিচের পারফরম্যান্স সিটির দুর্ভাবনা বলা যায় অনেকটাই কমিয়ে দিয়েছে। ২৬তম মিনিটে ফুলহ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে সিটিজেনরা। মাত্র ছয় মিনিট পর দারুণ নৈপুণ্যে সমতা টানেন কোভাচিচ। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে দলকে এগিয়েও নেন এই ক্রোয়াট মিডফিল্ডার।
৮২তম মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড জেরেমি ডোকুর গোলে জয়ের পথে আরেকটু এগিয়ে যায় শিরোপাধারীরা। ৮৮তম মিনিটে ফুলহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করে ব্যবধান কমালেও সিটির জয়ের পথে তা কোনো বাধা হতে পারেনি।
ম্যাচ শেষে জয়ের নায়ক কোভাচিচের উচ্ছ্বসিত প্রশংসা করেন সিটি কোচ পেপ গার্দিওলা। সিটিজেনদের কোচ বলেন, ‘প্রথম গোলটি ছিল দুর্দান্ত, দ্বিতীয়টিও ভালো। কোভা সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন প্রতিপক্ষ দলগুলো জানে যে, তারা তাকে একা ছাড়তে পারবে না, অন্যথায় সে একটা গোল করে ফেলবে।’
দারুণ এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে সিটি। সাত ম্যাচে আর্সেনালের সমান ১৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার দল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct