আপনজন ডেস্ক: দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া-হের্জেগোভিনার মধ্যাঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সকালে উদ্ধার কর্মীরা ডোনিয়া ইয়াব্লানিচ্ছা গ্রামের ধ্বংসস্তূপ খুঁড়ে নিখোঁজ লোকজনের খোঁজ শুরু করেন।শুক্রবার বলকান দেশটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার কবলে পড়ে। এতে অনেকগুলো শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু ঘরবাড়ি পুরোপুরি ডুবে যায়।শনিবার এক সংবাদ সম্মেলনে হের্জেগোভিনা-নেরেতভা প্রদেশের সরকারি কর্মকর্তা ডার্কো ইউকা জানান, সব তথ্য সংকলনা করার পর ইয়াব্লানিচ্ছা এলাকায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকার সিদ্ধান্তে এসেছে।এর আগে একইদিন এনআই টেলিশিভন জানিয়েছিল, ২১ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct