আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণ-হত্যার মামলা পকসো আইনে নথিভুক্ত করার এবং দোষীদের তিন মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
বেশ কয়েকটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের পর কলকাতা পুলিশের বডি গার্ড লাইন্সে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অপরাধের কোনও রঙ, জাতপাত বা ধর্ম হয় না।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে তিনটি মামলা রয়েছে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি চাই পুলিশ পকসো আইনে কুলতলির মামলাটি নথিভুক্ত করুক এবং তিন মাসের মধ্যে দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করুক। তিনি আরও বলেন, অপরাধ তো অপরাধই; এখানে কোনো ধর্ম বা জাতপাত নেই। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ মামলায় ‘মিডিয়া ট্রায়াল’-এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এগুলি অবশ্যই বন্ধ করতে হবে। কারণ এটি তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে। মেয়েটির দেহ উদ্ধারের পরে কুলতুলিতে বিক্ষোভের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখানো “খারাপ ভিডিও”- এর বিরুদ্ধেও তাদের প্রতিবাদ করা উচিত যা শিশুদের নষ্ট করছে এবং অপরাধের দিকে ঝুঁকছে। মমতা বলেন,“যারা প্রতিবাদ করছেন, আমি বলব দয়া করে এটি করুন। কারণ এটি আমাদের আরও শক্তিশালী হতে সহায়তা করে এবং এটি আপনার গণতান্ত্রিক অধিকারও। কিন্তু মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় দেখানো ওই বাজে ভিডিওগুলো শিশুদের নষ্ট করে দিচ্ছে এবং শিশুদের মধ্যে ক্রাইম ফ্যাক্টর বাড়ছে। কিন্তু আমি তাদের দায়ী করছি না।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে ছোটখাটো ঘটনা ঘটলেও অনেক হইচই হয়। কিন্তু অন্য কোথাও একই ধরনের ঘটনা ঘটলে মানুষ নীরব থাকে।
ভুয়ো ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, সঠিকভাবে যাচাই না করে তাঁর বক্তৃতা দেওয়ার কোনও ভিডিওকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
এ প্রসঙ্গে মমতা বলেন, আজকে সাইবার ক্রাইম প্রচণ্ড আকার ধারণ করেছে এবং সাইবার জালিয়াতরা অপরাধীদের সহায়তা করছে।
মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মহিলাদের ভুয়া ভিডিওগুলি শনাক্ত করে সোশ্যাল পোস্ট করার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct