জে হাসান, বারুইপুর, আপনজন: বারুইপুরে এক অনুষ্ঠানে এসে শনিবার সাংসদ দেব বিস্ফোরক মন্তব্য করে বলেন, ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত। এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে। জয়নগরের ঘটনায় বারুইপুরে এমনই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দের। যদিও তিনি বলেন তিনি একজন সাংসদ প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না। তবে জাতি ধর্ম কোন রকম রং না দেখে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমুলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথা বলেন তিনি।
নিজের ছবির প্রচারে বারুইপুরে আশেন অভিনেতা দেব ও পরিচালক শ্রীজিত মুখার্জি। আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত “টেক্কা”। এই ছবির প্রচারেই শনিবার বারুইপুর শো হাউসে আশেন তিনি। টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন দেব ও পরিচালক শ্রীজিত মুখার্জি। সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সাথে দেখা করেন,কথা বলেন,এমনকি তাদের সাথে ছবিও তোলেন।
সেই সঙ্গে বারুইপুর প্রগতি সংঘের ৩২ তম বর্ষের দূর্গা পূজা মন্ডপ উদ্বোধন করেন ঘাটালের সংসদ তথা অভিনেতা দেব ও পরিচালক শ্রীজিত মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শায়ণী ঘোষ, বারুইপুরের পৌর প্রধান সহ একাধিক পৌর পিতা ও মাতা। অনুষ্ঠানে দেব ভক্তদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। বারুইপুর প্রগতি সংঘের এবারের ভাবনা প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে, দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct