নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কয়েকদিন আগে তামিলনাড়ু থেকে বাড়ি ফেরার পথে চেন্নাই রেল স্টেশনে পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে রেল কর্তৃপক্ষ চেন্নাইয়ের রাজীব গান্ধি সরকারি হাসপাতালে ভর্তি করলে সামার খান নামে একজন শ্রমিকের মৃত্যু হয়। সেই মৃত্যুর খবর চেন্নাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য হিন্দু সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ফলাও করে প্রকাশ করে। সেই খবরে অবশ্য অনাহারে মৃত্যুর কথা বলা হয়। একই সঙ্গে বলা হয় ওই সব শ্রমিকদের বিষয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ সামিরুল ইসলাম জ্ঞাত এবং তাদের চিকিৎসা ব্যবস্থার সহযোগিতা করছেন। ইংরেজি সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থার সেই সব খবরের সূত্র উল্লেখ করে পশ্চিমবাংলায়ও কিছু সংবাদপত্র অনাহারে মৃত্যু বলে খবর করে। এর প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। যদিও রাজ্যপাল এবং সংবাদপত্রে প্রকাশিত রাজ্যের শ্রমিকদের চেন্নাইয়ে অনাহারে মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমের অপপ্রচার বলে দাবি করলেন সাংসদ সামিরুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি চেন্নাইয়ে মৃত শ্রমিকের ছেলের এক ভিডিও সংশ্লিষ্ট করে এ বিষয়ে লিখেছেন, কয়েকদিন আগে তামিলনাড়ু থেকে বাড়ি ফেরার পথে চেন্নাই রেল স্টেশনে খাবার খাওয়ার পর পর খাদ্যে বিষক্রিয়ায় (ফুড পয়জনে) পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কয়েকজন পরিযায়ী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাদের মধ্যে একজন যুবক সমর খাঁয়ের মৃত্যু হয়।
এই মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বেশ কিছু মিডিয়া, এই শ্রমিকের অনাহারে মৃত্যু হয়েছে বলে বিভ্রান্তিমূলক খবর প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। অথচ এই শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার সময় থেকে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। সামিরুল চেন্নাই স্টেশনে ওই পরিযায়ী শ্রমিকদের পাশে থাকা নিয়ে মৃতের ছেলের ভিডিও পোস্ট করে আর্জি জানান, এটা শুনুন। তাহলেই প্রকৃত সত্য জানতে পারবেন।
পোস্ট করা ভিডিওতে মৃত শ্রমিকের ছেলেকে সামিরুলের পাশে দাঁড়িয়ে বলতে শোনা যায়, ডাক্তাররা তাদেরকে বলেছেন ওই শ্রমিকের মৃত্যু হয়েছে খাদ্যে বিষয়ক্রিয়ার ফলে। তারা অনাহারে মারা যাননি বলে দিাবি করেন তিনি। সেই জানান, সাংসদ সামিরুলের সঙ্গে যোগাযোগ করার পর তাদের চিকিৎসার জন্য রাজ্য সরকার আর্থিক সাহায্য করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct