নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: কেন্দ্রীয় সরকারের জল প্রকল্পের কাজ স্কুল থেকে ঘুরে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে ধুন্ধুমার কান্ড। এমনকি প্রধান শিক্ষকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিসের তৎপরতায় উদ্ধার শিক্ষক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা সার্কেলের কস্তুরিয়া নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূলের প্রধান শকুন্তলা সিংহ কেন্দ্র সরকারের একটি জল প্রকল্পের কাজ ধরে ছিলেন। সেই প্রকল্পের বরাদ্দ হয় প্রায় ৩৫ লক্ষ টাকা। কস্তুরিয়া নিম্নবুনিয়াদী বিদ্যালয় চত্বরে প্রকল্পটি বসানোর কথা ছিল। এমনকি সেই প্রকল্পের এজেন্সির লোকেরা স্কুল চত্বরের জায়গা পরিদর্শন করেও যায়। সেই সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কৈলাশ রাম। তাঁর কাছ থেকে এনওসি নিয়েও যায় এজেন্সির লোকেরা। শুক্রবার ঠিকাদার সহ এজেন্সির লোকেরা প্রকল্পের কাজ করতে আসেন। অভিযোগ,স্কুলের বর্তমান প্রধান শিক্ষক প্রদীপ কুমার গুপ্ত গ্রামের কাউকে না জানিয়ে এজেন্সির লোকেদের ফেরত পাঠিয়ে দেন। এই কথা জানতে পেরে গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে উঠে। স্কুলে এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের তৎপরতায় প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, কস্তুরিয়া ও কুরসাডাঙ্গি গ্রামে দীর্ঘ এক বছর ধরে জলের সংকট চলছে। তুলসীহাটা পিএইচই থেকে বাড়ি বাড়ি ট্যাপ বসানো হলেও জল পাচ্ছে না। স্কুল চত্বরে এই প্রকল্পটি হলে এলাকার জলের সমস্যা মিটে যেত। যদিও প্রধান শিক্ষক প্রদীপ কুমার বলেন,আমি এজেন্সির লোকেদের কাছ থেকে শুধু অর্ডার কপি দেখতে চেয়েছিলাম। তারা কিছুই দেখাতে পারেননি। তবে আমি বসাতে নিষেধ করিনি। এই বিষয়টি নিয়ে বিডিওর সঙ্গে ফোনে কথা বলছিলাম।
ইতিমধ্যে গ্রামের একাংশরা আমার উপর চড়াও হয়। আমাকে মারধর করা হয়। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct