মনিরুজ্জামান ও এম মেহেদী সানি, বারাসত, আপনজন: বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বসিরহাট সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মরহুম হাজী নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হলো শনিবার বারাসাত ২ নম্বর ব্লকের খড়িবাড়ি বাজারে। বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত সদ্য প্রয়াত হাজী নুরুল ইসলামের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী, বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, বিধায়ক ডা. সপ্তর্ষি ব্যানার্জি, বিধায়ক দেবেশ মন্ডল, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মফিদুল হক সাহাজি, এটিএম আবদুল্লাহ, নিমাই ঘোষ, শম্ভু ঘোষ, প্রকাশ রাহা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম। এই স্মরণসভায় বক্তারা হাজী নুরুল ইসলামের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।স্মৃতিচারণা করেন। দলীয় নেতাদের সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এই স্মরণসভায় উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন মরহুম এই নেতার প্রতি। সভা পরিচালনা করেন আব্দুর রউফ ও ইফতিকারউদ্দিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct