নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: কাবলি রেল ফটক বন্ধ করার চেষ্টার প্রতিবাদে রেল দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফের একবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্দপুর। দফায় দফায় স্লোগান দিয়ে চললো বিক্ষোভ। শনিবার দুপুরে ঘটনায় ব্যাপক সোরগোল সৃষ্টি হয় হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। পৌছায় রেল পুলিশও। তারপরেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার পর বিক্ষোভ উঠে যায়। এ সময় উপস্থিত ছিলেন ফরাক্কার জেলা পরিষদের সদস্য মহসিনা খাতুনের প্রতিনিধি মাস্টার শহিদুল আলম। উল্লেখ করা যেতে পারে, ফরাক্কার খোদাবন্দপুর এলাকার ২৪৫/৯ এবং ২৪৬ এর মধ্যে খোদাবন্দপুর কাবলি ফাটককে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। ১০০ বছরের পুরাতন এই ক্রসিং বন্ধ করে দিলে খোদাবন্দপুর ও সাকোপাড়া দুই গ্রামের হাজার হাজার মানুষ চরম বিপদে পড়বেন। সমস্যায় পড়বেন ছাত্রছাত্রীরাও। বারবার রেল দপ্তর বলেও কোনোরকম কাজ না হওয়ায় আগেও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কাজের কাজ হয়নি। গ্রামবাসীদের দাবিকে কার্যত অগ্রাহ্য করে শনিবার আরও একবার সেই কাবলি ফটক ফিরতে আছেন রেল দপ্তরের কর্মীরা। তাতেই কার্যত বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অবিলম্বে রেল ফটক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct