আপনজন ডেস্ক: আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। আগে এই টুর্নামেন্ট হতো সাত দল নিয়ে। নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি জায়গা পেতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দলটির কোচ জেরার্ডো টাটা মার্টিনো জানালেন, টুর্নামেন্টের জন্য এখনও তাদের নির্বাচিত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে, এই টুর্নামেন্টে তার দলের জায়গা পাওয়াটা প্রাপ্য বলে মনে করেন তিনি। এরই মধ্যে উত্তর ও মধ্য আমেরিকা (কনকাকাফ) অঞ্চল থেকে সুযোগ পেয়েছে চারটি দল- মন্টেরেই (২০২১ কনকাকাফ চ্যাম্পিয়নস লীগ জয়ী), সিয়াটল সাউন্ডার্স (২০২২ কনকাকাফ চ্যাম্পিয়নস লীগ জয়ী), লিওন (২০২৩ কনকাকাফ চ্যাম্পিয়নস লীগ জয়ী) ও পাচুকা (২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ জয়ী)। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র থেকে সুযোগ পাবে বাড়তি একটি ক্লাব। তাই মেজর লীগ সকার (এমএলএস) থেকে সেই দলটি নিতে পারে ফিফা। মায়ামিকে ক্লাব বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হয়েছে কি-না, এমন প্রশ্নে শুক্রবার মার্টিনো বলেন, টুর্নামেন্টে জায়গা পাওয়ার মৌলিক দাবি তারা পূরণ করেছেন বলেই মনে করেন তিনি।
মার্টিনো বলেন, ‘আমাদের সবার কাছে কমবেশি একই তথ্য আছে। (নির্বাচিত হওয়া) খুব সম্ভব হতে পারে। আমার কাছে মনে হচ্ছে, সেই জায়গাটি পাওয়ার জন্য ফুটবলের মৌলিক বিষয় এখন আমাদের আছে এবং এটিই আমাদের মানসিক প্রশান্তি দিচ্ছে, পরে যাই হোক না কেন।’
মার্টিনো মূলত সাপোর্টার্স শিল্ড জয়ের কথা বলেছেন। গত বৃহস্পতিবার লিওনেল মেসির জোড়া গোলে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নেয় মায়ামি। ২০২০ সালে মেজর লীগ সকারে পথচলা শুরুর পর এমএলএসে মায়ামির প্রথম ট্রফি এটি। মেজর লীগ সকারের দুটি বড় শিরোপার একটি এই সাপোর্টার্স শিল্ড। নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচের লীগজুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় এই ট্রফি। আরেকটি ট্রফি হলো এমএলএস কাপ। ২০২৪ এমএলএস কাপ জয়ীকে ক্লাব বিশ্বকাপের বাড়তি জায়গাটি দিতে পারে ফিফা। মেজর লীগ সকারের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের ৯টি করে দল নিয়ে এমএলএস কাপ প্লেঅফ হয়ে থাকে। মেজর লীগ সকারের চ্যাম্পিয়নশিপ খেলা হলো এমএলএস কাপ। সাপোর্টার্স শিল্ড জেতায় এমএলএস কাপ প্লেঅফের পুরোটায় নিজেদের মাঠে খেলার সুযোগ পেয়েছে মায়ামি।
মেজর লীগ সকারে ৩২ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ৬৮। বাকি দুটি ম্যাচ জিতলে নিয়মিত মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়বে দলটি। ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছিল নিউ ইংল্যান্ড। পরের ম্যাচে শনিবার টরন্টোর বিপক্ষে খেলবে মায়ামি। এক সপ্তাহের মধ্যে যা তাদের তৃতীয় ম্যাচ। মেসি-সহ গত দুই ম্যাচে খেলা কয়েকজনকে এই ম্যাচে বিশ্রাম দেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্টিনো। মেসি সবশেষ ক্লাব বিশ্বকাপে খেলেছেন ২০১৫ সালে, বার্সেলোনার হয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct