আপনজন ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
শুক্রবার এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সামরিক ফাঁড়ি ও একটি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই হামলায় উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হুতি-সমর্থিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি নেটওয়ার্ক বলছে, ইয়েমেনের প্রধান প্রধান শহরগুলো এমনকি রাজধানী সানাতেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সানা শহরে চারটি এবং হুদাইদাহ শহরে সাতটি হামলা হয়েছে।
হুদাইদাহ শহরের একটি বিমানবন্দর ও কাথিব এলাকায় হুতি নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি লক্ষ করে হামলাগুলো চালানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct