আপনজন ডেস্ক: ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি।
বক্তৃতায় ম্যাক্রোঁ বলেন, আজ আমাদেরকে চলমান গাজা যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হতে হবে। একইসাথে যুদ্ধবাজ ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এতে গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধ হবে বলে আমার বিশ্বাস।
ম্যাক্রোঁর এই বক্তব্য এমন সময়ে এলো যখন গাজা যুদ্ধের বর্ষপূর্তির আর তিন দিন বাকি আছে। এ সময় ফ্রান্স ইসরাইলকে আর কোনো অস্ত্র দেবে না বলেও উল্লেখ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ঠিক দুই সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের (ডব্লিউজেসি) সভাপতি রোনাল্ড এস লাউডারের সাথে বৈঠক করেন। সেখানে তিনি ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরাইল-গাজা সঙ্ঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ম্যাক্রোঁ ইসরাইল-হামাস সঙ্ঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট বন্দীদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct