আপনজন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে ১৪ অক্টোবর থেকে সংসদের যৌথ কমিটির দু’দিনের বৈঠক হবেসংসদ ভবন এনেক্সে।
১৪ অক্টোবর দিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের পরামর্শ শুনবে কমিটি। কমিটি বিল সম্পর্কে কিছু বিশেষজ্ঞের মতামতও শুনবে। এই কমিটি দিল্লির আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন, আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এবং মুম্বইয়ের আইনজীবী বীরেন্দ্র ইচলক রঞ্জিকরকে ডেকে পাঠিয়েছে।
১৫ অক্টোবর, ২০২৪-এ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিনিধিরা ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ সম্পর্কিত কমিটির সামনে তাদের মৌখিক প্রমাণ রেকর্ড করবেন। এদিকে, শনিবার শিমলা মিউনিসিপ্যাল কমিশনার কোর্ট হিমাচল প্রদেশের সানজাউলি মসজিদের তিনটি তলা ভেঙে ফেলার নির্দেশ দেওয়ার পর মসজিদ কমিটির চেয়ারম্যান লতিফ নেগি বলেন, তারা আদালতের আদেশকে সম্মান করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct