আপনজন ডেস্ক: হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর শনিবার বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় হরিয়ানায় কংগ্রেসের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া হয়েছে। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে থাকা কংগ্রেসের জোট ‘ইন্ডিয়া’ জম্মু ও কাশ্মীরে এগিয়ে থাকার পাশাপাশি এনসিকে একক বৃহত্তম দল হিসাবে দেখানো হয়েছে। ৩৭০ ধারা বিলোপের পরে জম্মু ও কাশ্মীরে প্রথম বিধানসভা নির্বাচনে বুথ সমীক্ষা তাই বলছে, ঝুলন্ত বিধানসভা হতে পারে। যদিও, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা অবশ্য বুথ ফেরত সমীক্ষাকে ‘টাইম পাস’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা আত্মবিশ্বাসী যে কংগ্রেস রাজ্যে পরবর্তী সরকার গঠন করবে।
রোহতকের বাসভবনে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছি।
জম্মু ও কাশ্মীরে যেখানে এক দশক পরে এবং ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বিলোপের পরে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক্সিট পোলের বিপরীতে গিয়ে ওমন আবদুল্লা এক্স পোস্টে বলেন, আমি অবাক হয়েছি যে চ্যানেলগুলি এক্সিট পোল নিয়ে বিভক্ত হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সাধারণ নির্বাচনের বিপর্যয়ের পরে। আমি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে সমস্ত মতামত উপেক্ষা করছি। বাকিটা শুধু টাইম পাস।
উল্লেখ্য, আগামী ৮অক্টোবর এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
বুথ ফেরত সমীক্ষায় অ্যাক্সিস মাই ইন্ডিয়া-দ্য রেড-এর মতে জম্মু ও কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট ৩৫-৪৫ টি আসন পাবে, তার পরেই বিজেপি ২৪ থেকে ৩৪টি আসন পাবে।
পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) চার থেকে ছয়টি আসন পাবে বলে তারা জানিযেছে। ছোট আঞ্চলিক দলগুলি সহ অন্যরা ৮-২৩টি আসন জিততে পারে।
কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের ৯০ সদস্যের বিধানসভায় সি-ভোটার ইন্ডিয়া টুডের সমীক্ষায় এনসি-কংগ্রেস জোট ৪০-৪৮টি আসন এবং বিজেপি ২৭-৩২টি আসন পাবে। পিডিপি ৬-১২টি আসন এবং অন্যান্যরা ৬-১১টি আসন পেতে পারে। দৈনিক ভাস্কর বলেছে এনসি-কংগ্রেস জোট পেতে পারে ৩৫-৪০টি আসন, বিজেপি পেতে পারে ২০-২৫টি আসন।
হরিয়ানায় অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ৯০ আসনের বিধানসভা নির্বাচনের স্পষ্ট জনাদেশ পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া ৫৩-৬৫ আসন কংগ্রেস পাবে বলে পূর্বাভাস দিয়েছে। বিজেপি পেতে পারে ১৮-২৮টি আসন, জননায়ক জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও আম আদমি পার্টি পেতে পারে তিন থেকে আটটি আসন। ইন্ডিয়া টুডে-সি ভোটার সমীক্ষায় কংগ্রেস ৫০-৫৮টি আসন, বিজেপি ২০-২৮টি এবং অন্যান্যরা ১০-১৬টি আসন। দৈনিক ভাস্করের পূর্বাভাসে কংগ্রেস ৪৪-৫৪টি আসন, বিজেপি ১৫-২৯টি আসন এবং অন্যান্যরা ৫-১৫টি আসন পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct