সজিবুল ইসলাম, ডোমকল: ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবির হাতে ধৃত দুই ভারতীয় কৃষক,ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের কাকমারী বিএসএফ ক্যাম্পের ১১ নং ওপি পয়েন্ট সীমান্ত এলাকায়। বিএসএফ ও পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানাযায় মুর্শিদাবাদের সাগর পাড়া থানার লালকুপ এলাকায় বাড়ি কৃষকদের।পরিবার জানায় বুধবার সকালে বাংলাদেশ লাগোয়া ভারতীয় চরের কৃষি জমিতে কলাই দেখতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার আমাদের পরিবারের সদস্যরা ।ধৃত দুই কৃষক হলেন সোয়েব নবী সেখ(৪২) ও আইনাল হক (৫৪) । পরিবার সূত্রে আরো জানা যায় গতকাল বুধবার সকাল নয়টার সময় কাকমারী বিএসএফ ক্যাম্পের ১১ নম্বর ওপি পয়েন্টে আঁধার কার্ড এন্ট্রি করে সীমান্তের কলাইয়ের জমি দেখতে গিয়েছিল। জমি দেখে ফেরত আসার সময় বিজিপি অবৈধ ভাবে গ্রেফতার করে বলে জানান। পরিবারের সদস্যরা অন্যান্য কৃষকের কাছ থেকে জানতে পারেন বিকেল চারটের সময়।খবর পেয়ে চিন্তায় পরিবারের সদস্যরা। উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছেন পরিবারের সদস্যরা। যেন তেন প্রকারে ঘরের ছেলেকে ফেরত চাইছেন পরিবারের সদস্যরা। এখন দেখার কবে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে পারছেন সেই চিন্তায় দিশেহারা কৃষিকদের পরিবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct