নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: আল-আমীন মিশনের প্রাক্তনীদের সংগঠন আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত ছত্রশাল এবং তার পার্শ্ববর্তী গ্রামে ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসাবে ২০০ পরিবারে হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি, লবন, চিড়ে, ছাতু, বিস্কুট) এবং স্যানিটারি ন্যাপকিন।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট প্রকৌশলী আব্দুল মাবুদ মণ্ডল, সহকারী সম্পাদক শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক মুর্শিদুল ইসলাম এবং শিক্ষক শামীম আহমেদ। স্থানীয় স্তরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ন্যাশনাল ইন্সটিটিউটের প্রাণ পুরুষ জনাব জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব এবং যুব মিলন ফাউন্ডেশনের কর্ণধার জনাব শেখ নাজিম সাহেব। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মাবুদ মণ্ডল বলেন, প্রয়োজনের তুলনায় সামান্য এই ত্রাণ, তবুও মানুষ আনন্দের সাথে গ্রহণ করেছেন। আগামীতে চিকিৎসা শিবিরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বন্যা পরবর্তী রোগ ব্যাধির প্রকোপ থেকে মানুষকে রক্ষা করার জন্য।
আল-আমীন মিশনের আদর্শকে সামনে রেখে আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য। পাশে দাঁড়াচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct