মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের বড়দহী শিবটোলা গ্রামে দুর্গাপুজোর অর্থনৈতিক হিসাব নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুজো কমিটির বিরুদ্ধে প্রায় তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে গ্রামবাসীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ এবং কোষাধ্যক্ষ ভীম সিংহ।
গ্রামবাসীদের দাবি, গত দশ বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে চারটি গ্রাম—বরদহী, কাকরমনি, ঠাকুরপাড়া, এবং জালীপাড়ার মানুষের চাঁদা ও রাজ্য সরকারের অনুদানের অর্থে। কিন্তু গত তিন বছর ধরে পুজো কমিটির তরফ থেকে কোনো অর্থনৈতিক হিসাব দেওয়া হয়নি। গ্রামবাসীদের মতে, পুজোর আয়-ব্যয় নিয়ে কমিটির সদস্যরা বারবার অনুরোধ করলেও, কমিটির পক্ষ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে, পুজো কমিটি গ্রামবাসীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় উপস্থিত গ্রামবাসীরা পুজো কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষের কাছে পুজোর টাকার হিসেব চান। কিন্তু কমিটির পক্ষ থেকে সেই হিসেব দিতে অস্বীকৃতি জানানো হয়, যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের সঙ্গে কমিটির সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পুজো কমিটির বিরুদ্ধে বরদহী, কাকরমনি, ঠাকুরপাড়া, এবং জালীপাড়ার গ্রামবাসীরা করনদিঘী থানায় অভিযোগ দায়ের করেন। যদিও পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, ‘‘পুজোর টাকার কোনো গড়মিল নেই, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct