সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: দিন কয়েক পরেই শারদীয়া দুর্গোৎসব।চারিদিকে সাজো সাজো রব।পুজোর চারদিন মেতে উঠবে আপামর বাঙালী। সেই দুর্গোৎসব চলাকালীন কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা পুলিশ প্রশাসন।এদিন শুক্রবার বীরভূম জেলার লোকপুর থানার আয়োজনে এবং থানার সভাকক্ষে থানা এলাকার দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকল পুজো উদ্যোক্তাদের লোকপুর থানা পুলিশের তরফে সরকারী নিয়মাবলী সম্বন্ধে অবগত করা হয়। কোথায় কবে কিকি অনুষ্ঠান হবে,বিসর্জনের দিন কবে ইত্যাদি বিষয়ে আলোচনা এবং সেই মোতাবেক চলার বার্তা। পুজো চলাকালীন কোনোরকম ডি জে বক্স না বাজানো,উচ্চস্বরে মাইক না বাজানো,মদ্যপান থেকে বিরত থাকা,কোনরকম উচ্ছৃঙ্খল আচরণ না করা সহ বিবিধ বিষয়ে উদ্যোক্তাদের অবগত করা হয়।
উপস্থিত ছিলেন লোকপুর থানার ও সি পার্থ কুমার ঘোষ,এস আই প্রবীর মন্ডল,এ এস আই নয়ন ঘোষ ও ইন্দ্রজিৎ রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct