রূপম চট্টোপাধ্যায়, গোঘাট, আপনজন: গোঘাট - বিষ্ণুপুর রেলপথটি জুড়ে যাক। চালু হোক রেল। সুগম হোক অসংখ্য মানুষের যাতায়াতের পথ। ভাবাদিঘি সংলগ্ন গ্রামের মানুষও তাই চান। তাঁদের শুধু একটিই আবেদন, রেলপথ হোক, রেল চলুক, শুধু দিঘি বাঁচিয়ে। দিঘির উত্তর পাড়ের ফাঁকা জমির উপর দিয়ে। কেননা দিঘির সঙ্গে জড়িয়ে পরিবেশ, প্রকৃতি, জীবিকা জীবনযাপন, সংস্কৃতি, বাস্তুতন্ত্র। গ্রামবাসীরা জানে প্রকৃতি বাঁচলে পৃথিবী বাঁচবে। পৃথিবী বাঁচলে মানুষও বাঁচবে। এছাড়া দিঘির উপর নির্ভরশীল ২৫৪টি প্রান্তিক পরিবার। মাছ চাষই যাঁদের একমাত্র জীবিকা। ওই প্রান্তিক পরিবারগুলিও একান্ত ভাবেই পরিবেশের উপরই নির্ভরশীল। তাই পরিবেশ রক্ষার তাগিদে তাঁরা চাইছেন ৫২ বিঘার জলাশয় ও তার বাস্তুতন্ত্রকে রক্ষা করতে। সেই উদ্দেশ্যেই আগামী ৯ অক্টোবর ২০২৪ সকাল ১০টা থেকে দিঘি ঘিরে আয়োজন করেছেন বৃক্ষ রোপণ উৎসব। শারদ উৎসবের পাশাপাশি প্রকৃতির উৎসবে ওঁরা সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। বৃক্ষ রোপণের পাশাপাশি সকলের জন্য সামান্য খিচুড়ির আয়োজনও করবেন ওঁরা। এই আয়োজনে সামিল হয়েছে ভাবাদিঘি বাঁচাও সহযোগী মঞ্চ। মানবাধিকার সংগঠন এপিডিআর
এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এপিডিআর হুগলি জেলা সম্পাদক কমল দত্ত জানিয়েছেন, তারা চাইছেন রেল মন্ত্রক, রাজ্য সরকার ও গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতায় রেল চলুক, দিঘি বাঁচুক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct