আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শিন বেটের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে।
তুলকারেমে হামাসের অবকাঠামোর প্রধানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ফিলিস্তিনি গোষ্ঠীটি তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
শরণার্থী শিবিরের একজন কর্মকর্তা ফয়সাল সালামা সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, একটি এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাইকৃত ফুটেজে পশ্চিম তীরের উত্তরে নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাম্পে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখানো হয়েছে। হামলার পর এলাকাটি ধ্বংসাবশেষের বিশাল স্তূপে পরিপূর্ণ ছিল এবং আগুন ছড়িয়ে পড়েছিল। উদ্ধারকারীরা আহতদের চিকিৎসা সেবা নিতে ছুটে আসতে দেখা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct