আজিম শেখ, সাঁইথিয়া, আপনজন: বীরভূমের সাঁইথিয়ার রাঢ়কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১১টা থেকে বৈকাল ৪ টে পর্যন্ত অনুষ্ঠিত হল একদিনের পাপেট কর্মশালা ও পাপেট শো। আধুনিক বিনোদনের উপকরণের দাপটে বাংলা থেকে যে সকল সংস্কৃতি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে তার মধ্যে অন্যতম হলো পাপেট শো। সেগুলো যাতে ফিরে আসে এবং পাপেট সমাজ সচেতনতা ও শিক্ষার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে এই কর্মশালা ও শো। যেখানে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।এই কর্মশালা পরিচালনা করেন রাঢ়কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। উপস্থিত ছিলেন সাঁইথিয়া চক্রের পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্কুলের শিক্ষক। ভারত সরকারের সি সি আর টি এর সহযোগিতায় শিক্ষকরা পুতুল কর্মশালায় প্রশিক্ষণ নেন।স্কুলের সহকারী শিক্ষক ধীমান মন্ডল জানান আসামের গোয়াহাটি সি সি আর টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা প্রশিক্ষণ নিয়েছেন।যেখানে দেখানো হয় স্টিক পাপেট গ্লাপ্স পাপেট, শ্যাডো পাপেট স্টিং পাপেট,ফিঙ্গার পাপেট।চটজলদি কি করে এই পুতুল তৈরি করে নিতে পারে ছাত্রছাত্রীরা তা এই কর্মশালাই দেখানো হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ সাহা এবং আরো অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct