আপনজন ডেস্ক: আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা শুক্রবার সন্ধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ‘সম্পূর্ণ কর্মবিরতি’ প্রত্যাহার করে নিলেও পশ্চিমবঙ্গ সরকার ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানলে আমৃত্যু অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।
আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘আমরা আমাদের ‘সম্পূর্ণ কর্মবিরতি’ প্রত্যাহার করছি। তবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। আমরা রাজ্য প্রশাসনকে আমাদের দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় দেব, না হলে আমরা আমরণ অনশন শুরু করব। নির্দিষ্ট সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের সব মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’-এ জড়িত অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনাসহ বিভিন্ন দাবির কথা পুনর্ব্যক্ত করেন চিকিৎসকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct