নিজস্ব প্রতিবেদক , কোচবিহার, আপনজন: গত চার দিনব্যাপী মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির ১০ সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল মালদা এবং কোচবিহার জেলার একাধিক মাদ্রাসায় শিক্ষকদের সাথে মিলিত হন। প্রতিনিধি দলে ছিলেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আলী হোসেন মিদ্দা, সমিতির মুখপাত্র তথা যুগ্ম সম্পাদক ফুরফুরা শরীফের সৈয়দ সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান ও শেখ মইনুদ্দীন, কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম, হুগলি জেলার সভাপতি ওবায়দুর রহমান মল্লিক, বর্ধমান জেলার সম্পাদক আদর আলী। বীরভূম জেলার সম্পাদক সিরাজুল হক ।
সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন ওই দুই জেলার বিভিন্ন মাদ্রাসার পরিকাঠামগত অবস্থা শিক্ষকদের সাথে আলোচনার পর জানতে পারা যায় কোচবিহার জেলায় বেশ কিছু মাদ্রাসা আছে বর্তমান সময়ে রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তর কর্তৃক অন্যান্য জেলা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে যেমন স্মার্ট ক্লাস, কম্পিউটার, শৌচাগার, পানীয় ব্যবস্থার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে বেশ কিছু মাদ্রাসায় শ্রেণিকক্ষের অবস্থা খুবই খারাপ।
যার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা স্বাভাবিক পরিবেশে পঠন-পাঠন করতে পারছে না। সব থেকে বড় সমস্যা একাধিক মাদ্রাসায় মাত্র চার পাঁচ জন শিক্ষক শিক্ষিকা আছেন যার পরিপ্রেক্ষিতে পঠন-পাঠনের দারুন ভাবে ব্যাহত হচ্ছে এবং যে কারণে ছাত্রছাত্রী ও খুব দ্রুত কমতে শুরু করেছে। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী তথা মাদ্রাসা মন্ত্রীর কাছে সমিতির আবেদন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাধ্যমে কোচবিহার জেলায় ঐ সমস্ত মাদ্রাসাগুলোর পরিকাঠামো গত উন্নয়নের ক্ষেত্রে আন্তরিক হওয়া।
সাজ্জাদ হোসেন আরো জানান সমিতির কেন্দ্রেই প্রতিনিধি দল দুই দিন মালদা জেলার একাধিক মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মিলিত হন।
এই জেলার বহু মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা যথেষ্ট প্রশংসনীয় ও পরিকাঠামগত উন্নয়নের ক্ষেত্রেও খুবই উন্নত মানের, তবে কয়েকটি মাদ্রাসার শিক্ষকদের হার যথেষ্ট কম এ বিষয়ে এই সমস্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের আবেদন সমিতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা দপ্তর তথা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্যার সমাধানের জন্য আবেদন করার।
মালদা মডেল মাদ্রাসায় মালদা জেলার শিক্ষকদের নিয়ে এক মাদ্রাসা শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশন কুচবিহার জেলার জন্য মোঃ মোহসিন আহমেদকে সভাপতি ও আব্দুর রউফ মিয়া কে সম্পাদক করা হয় , মালদা জেলায় ওবায়দুল্লাহ ফলাইহকে সভাপতি ও মোঃ ফারুক হোসাইন কে সম্পাদক করে জেলার দায়িত্ব দেওয়া হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct