হাসিবুর রহমান, কলকাতা, আপনজন: সর্ব ধর্মের প্রতিনিধিত্বে নবী হজরত মুহাম্মদ সা.-এর জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল তপসিয়ার মারুতি বাগানের সাউদ হোটেলে সভাকক্ষে। বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সারফরাজ আদিল, স্বামী দেবকর চিন্ময় জি, প্রফেসর আব্দুর রশিদ , হযরত মাওলানা আনসার আলম কাসমী , মুফতি আব্দুল মুঈদ। এই সেমিনারে প্রায় ৩০ জন অমুসলিম বুদ্ধিজীবী মুহাম্মদ সা.-এর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত শোনার পর তাদের মূল্যবান চিন্তাভাবনার কথা তুলে ধরেন। সেই সঙ্গে এই অমুসলিম ব্যক্তিরা কমিটিকে জানান এমনই সেমিনার যদি বেশি বেশি করে করা যায় তাহলে ভারতবর্ষের হিংসা বিদ্বেষ থেকে শান্তির পথে হাঁটবে মানুষ। এবং যারা হানাহানি অশান্তি করছে তাদের ভুল ধারণা থেকে তারা বেরিয়ে আসতে পারবে, বলে মত প্রকাশ করেন ডক্টর সঞ্চয় সরকার
এদিন সেমিনার অনুষ্ঠিত হয়। হোটেল সাউদ ইন্টারন্যাশনাল, ই.এম. বাই পাস, কলকাতা ৪৬। এস.আর. ফাউন্ডেশন এবং হায়াত ফাউন্ডেশনের উদ্যোগে, এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মধ্যে ছিলেন, আহবায়ক ড. সরফরাজ আদিল সদস্য আতহার ফিরদৌসী , মোঃ নূরে আলম , ইমতিয়াজ আহমেদ মোল্লা, আজহার সেলিম , আফাক খান, মোঃ মঈনুদ্দিন, প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct