আজিজুর রহমান, গলসি, আপনজন: চারবছর পরে বাড়িতে ফিরলো গলসিতে থাকা এক মানসিক ভারসাম্যহীন যুবক। তার নাম রাজা রায়, তিনি আসাম এর গোলাঘাট জেলার দেড়গাঁও থানার নেকরেটিংটেকলার বাসিন্দা। আর তাকে বাড়ি ফেরানোর কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করেন গলসি ওসি অরুন কুমার সোম। ওই কাজের পর থেকেই এলাকার বিভিন্ন হোয়াটস আপ গ্রুপে প্রসংশিত হচ্ছেন ওসি। সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায় জানান, সপ্তাহখানেক আগে গলসি নাগরিক সমাজ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসামের বাসিন্দা রাজা রায়ের একটি ছবি ও নাম দিয়ে ওসির কাছে বাড়ি ফেরানোর আবেদন রাখা হয়। সেই পোস্ট দেখে ওসি অরুন বাবু ছেলেটিকে থানায় আনেন। তার খাওয়া ও চিকিৎসা করান। তারপরেই বিভিন্ন ভাবে তার কাছ থেকে নাম পরিচয় সহ তথ্য সংগ্রহ করেন। এর পরই ওসি আসামের দেড়গাঁও থানার থানায় যোগাযোগ করেন। দেড়গাঁও পুলিশের মাধ্যমে খবর পৌঁছে যায় রাজার বাড়িতে। রাজার বাবা মদন রায়কে ফোন করে ঠিকানা জানিয়ে বর্ধমান আসতে বলেন ওসি। বুধবার সন্ধায় তারা গলসি থানায় এলে পুলিশ রাজাকে তার পরিবারের হাতে তুলে দেন। এই কাজের পর থেকেই গলসি জুড়ে চর্চিত হচ্ছেন ওসি অরুণ কুমার সোম। স্থানীয় শিক্ষক সেখ ফিরোজ আলি বলেন, চার বছর ধরে চৌমাথার সবাই ছেলেটিকে খাবার দিত। রাজার দেওয়া ঠিকানাতে চিঠিও পাঠিয়েছিলাম আমি। তার পরেও কোন সদুত্তর পাইনি। তখন থেকেই রাজাকে আমারা এলাকার ছেলে মনে করেই আগলে রাখতাম। রাজা আজ বাড়ি ফিরে পেয়েছে। এর জন্য খুব খুশি হয়েছি। এমন কাজের জন্য গলসি ওসি অরুন বাবুর কাছে আমরা ঋণী হয়ে থাকলাম। রাজার বাবা মদন রায় বলেন, ভগবানের ইচ্ছায় ও পুলিশের সহযোগিতায় আজ ফিরে পেলাম। এই থানাকে আমি সারাজীবন মনে রাখবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct