এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: শারদ উৎসবের আবহে খেটে খাওয়া মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে তৎপর তৃণমূলের শ্রমিক সংগঠন ৷ বিশ্বকর্মা পুজোর দিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের আওতায় থাকা ৩৪টি ট্রেড ইউনিয়নের কয়েক হাজার শ্রমিকের হাতে দুর্গাপুজোর বোনাস তুলে দিচ্ছেন আইএনটিটিইউসি-র বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ ।
পাশাপাশি লাইসেন্স এবং রুট পারমিট বিষয়ক অটো-রিক্সা-টোটো মালিক-চালকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার গাইঘাটা পশ্চিম ব্লকে আইএনটিটিইউসি-র সভাপতি অধীর দাসের তত্ত্বাবধানে গাইঘাটা থানার মোড়ে পুজো বোনাস প্রদান কর্মসূচির আয়োজন করা হয় ৷ সেখানে গাইঘাটা পশ্চিম ব্লক তৃণমূল অটো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের প্রায় ৭০০ জন চালকের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হয় ৷
এই দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি নারায়ণ ঘোষ ৷
তিনি এ দিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গাইঘাটা পশ্চিম ব্লকে আইএনটিটিইউসি-র প্রতি সন্তোষ প্রকাশ করেন ৷
পাশাপাশি আগামী এক মাসের মধ্যে বনগাঁ মহাকুমার সমস্ত অটো-রিক্সা মালিক-চালকদের লাইসেন্স এবং রুট পারমিট বিষয়ক দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে চলেছে বলে জানান ৷
নারায়ণ ঘোষ এ দিন বক্তব্য রাখার সময় সংগঠনের কর্মকর্তা শ্রমিকদের প্রতি বেশ কিছু নির্দেশিকাও দেন ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct