নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল।ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন।বৃহস্পতিবার সাত সকালে চৈতন্য ভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল দেখা দেওয়ায় সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ত দপ্তরের নদিয়া জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান বুলবুল ইসলাম। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।সেই মত জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতুর যে অংশ ফাটল ধরেছে সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ।অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরাঙ্গ সেতুতে ভারী যানবাহন না ওঠে সে বিষয়টি নজর দিতে শুরু হয় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি,অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরাঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জল বিশ্বাস, উল্লেখ থাকে যে আজ থেকে প্রায় দু বছর আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে,
এ বিষয়ে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, এই সেতুতে কিভাবে ঘটনা ঘটেছে তা পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে তবেই বলা যাবে কেন এই ঘটনা ঘটেছে এবং কবের মধ্যে মেরামতি কাজ শেষ হবে। অন্যদিকে, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, পুজোর সময় সকলেই নবদ্বীপে ঘুরতে আসেন। তাই এই গুরুত্বপূর্ণ সে দ্রুত মেরামতি হয়ে যাক সেটাই সকলের চাইছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct