আপনজন ডেস্ক: ঊরুর চোট কাটিয়ে মাঠে ফিরলেও কিলিয়ান এমবাপ্পেকে দলে রাখেনি ফ্রান্স। দলের অধিনায়ককে ছাড়াই উয়েফা নেশনস লিগের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় এমবাপ্পেকে দলে রাখেননি দেশম, এমনটি জানিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। শুরুর একাদশে নামার মতো শতভাগ সুস্থ নন বলেই গতকাল রাতে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও তাকে বদলি নামান।
মাঠে নেমে দলকে পরাজয় থেকেও রক্ষা করতে পারেননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিলের কাছে ১-০ ব্যবধানে হেরেছে রিয়াল।
এমবাপ্পের বাদ পড়ার দিনে প্রত্যাবর্তন হয়েছে ক্রিস্টোফার এনকুকুর। এক বছরের বেশি সময় পর দলে ফিরেছেন চেলসির স্ট্রাইকার। সবশেষ ২০২৩ সালের জুনে ফ্রান্সের হয়ে খেলেন তিনি। এমবাপ্পের দায়িত্বটা এবার তার কাঁধেই পড়ছে। এবারের মৌসুমে চেলসির হয়ে ৯ ম্যাচে ৬ গোল করে যেন বোঝাতে চাচ্ছেন তিন প্রস্তুত। আক্রমণভাগে তাকে সঙ্গ দিবেন উসমান দেম্বেলে, রান্দাল কুলো মুয়ানি, ব্র্যাডলি বারকোলারা। তবে ফ্রান্স নিশ্চিতভাবেই আঁতোয়ান গ্রিয়েজমানকে মিস করবে। গত মাসের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানান তিনি। অ্যাতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ডের আগে ফ্রান্সের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার রাফায়েল ভারানেও। এই তিন তারকাকে ছাড়া নেশনস লিগের দুই ম্যাচ খেলবে ফ্রান্স।
টুর্নামেন্টের দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে ফ্রান্স। নিরাপত্তার শঙ্কায় অবশ্য আগামী ১০ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বুদাপেস্টে খেলবে দেশমের শিষ্যরা। আর ব্রাসেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। বর্তমানে লিগ ‘এ’ য়ের গ্রুপ ২ পয়েন্ট তালিকায় দুইয়ে আছে ফ্রান্স। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।
ফ্রান্স দল:
গোলকিপার : আলফোনসে আরিওলা, মাইক মাইগনান ও ব্রেইস সাম্বা।
রক্ষণভাগ: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেস, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মধ্যমাঠ: অঁরেলিয়ো চুয়োমানি, এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুয়েন্দৌজি, ইউসুফ ফোফানা, মানু কোনে ও ওয়ারেন জাই এমেরি।
আক্রমণভাগ: ক্রিস্তোফার এনকুনকো, উসমান দেম্বেলে, রান্দাল কুলো মুয়ানি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct