আপনজন ডেস্ক: সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রী এস ঈশ্বরানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
এএফপির খবরে বলা হয়, তিনি ন্যায়বিচারে বাধা দেওয়া ও অবৈধ উপহার গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউটররা ছয় থেকে সাত মাসের কারাদণ্ড চেয়েছিলেন, তবে ঈশ্বরানের আইনজীবীরা সর্বোচ্চ আট সপ্তাহের সাজার পক্ষে যুক্তি দেন।
বছরের শুরুতে তার বিরুদ্ধে ৩৫টি দুর্নীতির অভিযোগ আনা হয়। জানুয়ারিতে অভিযোগের বিষয়ে অবহিত হওয়ার পর ঈশ্বরান পদত্যাগ করেন। এর মধ্যে তিন লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণের অভিযোগ রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct