আপনজন ডেস্ক: দুই কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করে লাশ শূকরকে খাওয়ানোর অভিযোগ উঠেছে এক শ্বেতাঙ্গ কৃষক এবং তার দুই কর্মীর বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার উত্তর লিম্পোপো প্রদেশের পোলকওয়েনের কাছে একটি খামারে গত আগস্টে এ ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মারিয়া ম্যাকগাতো (৪৫) এবং লুসিয়া এনডলোভু (৩৪) ওই খামারে খাবারের খোঁজে গেলে তাদের গুলি করে হত্যা করা হয়। প্রমাণ লোপাটের জন্য তাদের মরদেহ শূকরকে খাওয়ানো হয় বলে অভিযোগ করা হয়।
হত্যাকাণ্ডের বিচারের আগে খামার মালিক জাকারিয়া জোহানেস অলিভিয়ের (৬০) এবং তার দুই কর্মচারী অ্যাড্রিয়ান ডি ওয়েট (১৯) ও উইলিয়াম মুসোরার (৫০) জামিনের শুনানি শুরু করেছেন একটি আদালত।
সন্দেহভাজনদের জামিন প্রত্যাখ্যান করার দাবিতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা পোলোকওয়ানে আদালতের বাইরে বিক্ষোভ করেছেন। আদালতে ভিকটিমদের পরিবার এবং অভিযুক্তরা উপস্থিত ছিলেন তখন। ম্যাজিস্ট্রেট এনটিলেন ফেলং আলোচিত এ হত্যাকাণ্ডের শুনানি জনস্বার্থে সংবাদমাধ্যম দ্বারা ভিডিও করার অনুমতি দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct