আপনজন ডেস্ক: হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে থাকা লেবাননকে পুনর্গঠনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটিতে প্রেসিডেন্ট পদে প্রায় দুই বছরের শূন্যতা পূরণের উদ্যোগ নিতে চলেছেন নেতৃস্থানীয় কয়েকজন রাজনীতিবিদ।
সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর প্রেসিডেন্সির ইস্যুটি আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন শিয়া পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। হিজবুল্লাহর অন্যতম সমর্থক বেরি এই বিষয়ে নমনীয় থাকার ইঙ্গিত দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এমন একজন প্রেসিডেন্ট চান, যাকে নিয়ে কেউ আপত্তি তুলবেন না।
২০২২ সালের অক্টোবর থেকেই লেবাননে প্রেসিডেন্ট পদ খালি রয়েছে। দেশটির মন্ত্রিসভাও ততোটা কার্যকর নেই। এর পেছনে রয়েছে পার্লামেন্টে ক্ষমতার দ্বন্দ্ব, যার মূলে রয়েছে হিজবুল্লাহ ও এর সমর্থকদের কিছু দাবি। লেবাননের প্রেসিডেন্ট পদটি সবসময় ম্যারোনাইট খ্রিস্টান কোনও এক ব্যক্তির জন্য বরাদ্দ থাকে। হিজবুল্লাহ ও তার মিত্রদের দাবি ছিল, এই পদে তাদের পছন্দের প্রার্থী সুলেইমান ফ্র্যাংগিয়েহকে মনোনীত করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct