আপনজন ডেস্ক: লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় অভিবাসীদের বহনকারী একটি ট্রাকে দেশটির সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের হুইক্সতলা শহরের কাছে এই ঘটনা ঘটে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুলির ঘটনার পর ট্রাকে ৩৩ জন অভিবাসীকে শনাক্ত করেন সেনারা। তাদের মধ্যে মিসরীয়, নেপালি, কিউবান, ভারতীয়, পাকিস্তানি ও আরব দেশের নাগরিক রয়েছেন।
এতে আরো বলা হয়, গুলিবিদ্ধ হয়ে ট্রাকে চার জন মারা যান। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরো দুইজন মারা গেছেন। এছাড়া গুলিবর্ষণে ১৭ অভিবাসী আহত হয়েছেন। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, গুলি চালানো দুই সেনাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এই ঘটনায় দায়েরকৃত মামলাটি ফেডারেল প্রসিকিউটরদের পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব ট্রাইব্যুনাল দেখভাল করছে।
এছাড়া ভুক্তভোগীদের দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করতে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct