আপনজন ডেস্ক: লেবাননজুড়ে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। দক্ষিণ লেবানন থেকে আসা বাস্তুচ্যুতদের জন্য রাজধানী বৈরুতে জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেগুলোতে এত বিপুলসংখ্যক মানুষের জায়গা সংকুলান করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাস্তায়, পার্কে, বেঞ্চে রাত পার করছে।
এক বাস্তুচ্যুত বলেন, তিনি ও তাঁর সঙ্গীরা বৈরুতে কোনো আশ্রয়কেন্দ্রে জায়গা পাননি।
বোমাতঙ্ক আর তীব্র শীতল আবহাওয়ার মধ্যে বৈরুতে থাকছেন তাঁরা। তিনি বলেন, তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করানোর মতো এখন সামর্থ্য নেই তাঁর। আরেক বাস্তুচ্যুত বলেন, বৈরুতে বাড়িভাড়া আকাশছোঁয়া। শিশুদের নিয়ে তীব্র ঠাণ্ডায় রাস্তায় থাকতে হচ্ছে।
তাঁরা হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে জানান ওই বাস্তুচ্যুত।
এদিকে বৈরুতে ইসরায়েলি বাহিনীর বোমার্বষণে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া লোকজন বলেছে, তারা আতঙ্কগ্রস্ত। বিশেষ করে শিশুরা বেশি ভয় পাচ্ছে।
হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর হামলা চালাতে দক্ষিণ লেবাননে আরো প্রায় ২৫টি গ্রামের লোকজনকে অন্যত্র সরে যেতে গতকাল বুধবার সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবারও তারা একাধিক গ্রাম খালি করার নির্দেশ দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct